রাজধানীর ডেমরায় স্থানীয় যুবদল নেতা সাইদ আহমেদকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে মারা যান তিনি।
ময়নাতদন্তের জন্য সাইদ আহমেদের মরদেহ ঢাকা মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে।
প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. বাচ্চু মিয়া।
সাইদ আহমেদের মামা আপেল মাহমুদের ভাষ্য অনুযায়ী, যুবদলের একটি কর্মসূচি শেষে তাঁর ভাগনে সাইদ গতকাল সন্ধ্যায় ডেমরার ওরিয়েন্টাল স্কুল মোড় এলাকার বাসায় ফিরছিলেন। পথে স্থানীয় ছাত্রলীগ ও যুবলীগের আনোয়ার, আকবর, রনি, সালামসহ ২০–২৫ জন সাইদের ওপর হামলা চালান। এ সময় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তাঁকে ফেলে যান তাঁরা।