প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেছেন বিএনপির নেতারা

বিশেষ প্রতিনিধি: ঢাকা
আপডেট: ১২ আগস্ট ২০২৪, ১৭: ১১ 


রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় গেছে বিএনপির প্রতিনিধিদলছবি : তানভীর আহাম্মেদ

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেছেন বিএনপির শীর্ষ পর্যায়ের নেতারা। আজ সোমবার বিকেল চারটায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই বৈঠক করেন।

প্রধান উপদেষ্টার আমন্ত্রণে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে দলটির স্থায়ী কমিটির সদস্যরা ওই বৈঠকে অংশ নেন। দলটির অন্য নেতাদের মধ্যে ছিলেন খন্দকার মোশাররফ হোসেন, জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, আবদুল মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সেলিমা রহমান ও সালাহউদ্দিন আহমেদ।

বৈঠকের নির্ধারিত সময়ের আগে বেলা সাড়ে তিনটার দিকে হেয়ার রোডে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রবেশ করেন বিএনপি নেতারা।    

প্রসঙ্গত, ছাত্র ও গণ-আন্দোলনের মুখে শেখ হাসিনার সরকারের পতনের পর ৮ আগস্ট নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে।

অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেওয়ার পর ড. মুহাম্মদ ইউনূস এই প্রথম রাজনৈতিক দলগুলোর সঙ্গে আনুষ্ঠানিক বৈঠকের উদ্যোগ নিয়েছেন। আজ বিকেলে বিএনপির পরে জামায়াতে ইসলামীসহ আরও কয়েকটি দলের সঙ্গে তাঁর বৈঠক করার কথা রয়েছে।
Previous Post Next Post
banner banner banner banner